Sunday, August 5, 2012

Bangla Movie - Ke Ami - (who am i)


http://www.youtube.com/watch?v=mBZHiGFM0_4&feature=colike

Friday, July 20, 2012

১০৯টি ভাষায় উইন্ডোজ ৮


মাইক্রোসফটের পরবর্তী প্রজন্মের অপারেটিং সিস্টেম ‘উইন্ডোজ ৮’। আসছে আগামী ২৬ অক্টোবর। খোদ মাইক্রোসফট সূত্র এ তথ্য জানিয়েছে। এরই মধ্যে উইন্ডোজ ইউনিটের প্রধান স্টিভেন সিনোফস্কি উইন্ডোজ ৮ বিপণন কৌশল নিয়ে সভা করেছেন। মাইক্রোসফটের কমিউনিকেশন ম্যানেজার ব্রানডন লিবল্যান্স ব্লগমাধ্যমে এ তথ্য স্বীকার করেছেন। ব্রানডন জানান, উইন্ডোজ ৮ বিশ্বের ১০৯টি ভাষায় এবং ২৩১টি বাজারে একযোগে অবমুক্ত করা হবে। সৃষ্টি ১৭ বছরের ইতিহাসে এটি
মাইক্রোসফটের সবচেয়ে বড় বিপণন কৌশল। মাইক্রোসফট প্রধান স্টিভ বলমার জানান, উইন্ডোজ ৯৫ সংস্করণের পর থেকে একের পর এক নিত্যনতুন উদ্ভাবনা নিয়ে মাইক্রোসফট সব সময়ই এগিয়েছে। তাই উইন্ডোজ ৯৫ হচ্ছে মাইক্রোসফট উন্নয়নের প্রধান ভিত্তি। এ পর্যন্ত উইন্ডোজ ৭ সিস্টেমের ৬৩ কোটি বৈধ (লাইসেন্স) সফটওয়্যার বিক্রি করেছে মাইক্রোসফট। এখনও বিশ্বের ডেস্কটপ ব্যবসায় আধিপত্যের সঙ্গেই বাজার দখলে রেখেছে মাইক্রোসফট। অবশেষে মাইক্রোসফট আগামী আগষ্টের মধ্যে কম্পিউটার, ট্যাবলেট এবং স্মার্টফোনের জন্য উইন্ডোজ ৮ বাজারে ছাড়বে বলে ভোক্তাদের প্রতিশ্রুতি দিয়েছে। এর আগে সবশেষ ২০০৯ সালে উইন্ডোজ ৭ বাজারে আসে। আগে উইন্ডোজ ফোন ৭ নিয়ে মাইক্রোসফট বাজারে এসেছিল। তবে তা বাজারে মোটেও প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি। তবে ডেস্কটপ পিসিতে এখনও মাইক্রোসফটের আধিপত্য বহাল আছে। তবে কম্পিউটারে দূর্বল গতির দোষে মাইক্রোসফট এখনও দুষ্ট। আর এ কারণে মোবাইল ফোন এবং ট্যাবলেট পিসিতে মাইক্রোসফট কোনো প্রভাবই ফেলতে পারেনি। গত ফেব্রুয়ারিতে উইন্ডোজ ভক্তদের জন্য ‘প্রিভিউ’ সংস্করণ প্রকাশ করে মাইক্রোসফট। তবে এতে সবগুলো ফিচার বৈশিষ্ট্য দৃশ্যমান করা হয়নি। এরই মধ্যে স্টার্ট বাটনকে বিলুপ্ত করেছে মাইক্রোসফট। আর নতুন সংস্করণের অ্যাপ তালিকায় এসেছে বিং সার্চ ইঞ্জিন, নিউজ, স্পোর্টস, ইমেইল এবং ফটো অ্যাপলিকেশনের সজ্জিত দারুণ এক ত্রিমাত্রিক আবহ। এখানে পুরো পর্দাজুড়েই থাকবে বর্ণিল রঙের উপস্থিতি। উইন্ডোজ ৮ ফিচার আবহকে আরও রঙিন, নব্যদৃষ্টি, অ্যাপ ডিজাইন এবং ব্যবহারগুণে সুসজ্জিত করতে মাইক্রোসফটরে উন্নয়ক দল এখন শেষ মুহূর্তের কাজ করছে। পরীক্ষা আর চূড়ান্ত প্রস্তুতির সার্বিক মানদন্ড নিশ্চিত করেই উইন্ডোজ ৮ নিয়ে আসছে মাইক্রোসফট।

Wednesday, July 18, 2012

ব্রেকিং নিউজঃ আইরিশদের গুঁড়িয়ে ম্যাচ জিতল বাংলাদেশ


পাঁচটা ছক্কা। ১৭ বলে ৪০ রানে অপরাজিত জিয়াউর রহমান জিয়া। আফসোস একটাই, বেলফাস্টের সিভিল সার্ভিস ক্লাব মাঠের বাইরে থাকা কেউই বাংলাদেশি হার্ডহিটার জিয়াউর জিয়ার এ স্মরণীয় অভিষেক ম্যাচটি দেখতে পেলেন না। কেননা, শেষ মুহূর্তে তোড়জোর আর বিসিবির অনুরোধে এ সিরিজটি আয়োজন করতে গিয়ে আয়ারল্যান্ড বোর্ড মাঠে টেলিভিশন ক্যামেরা বসাতে পারেনি। তাই জিয়ার ৪০,
সাকিবের ৩৩ বলে ৫৭ রান কিংবা বাংলাদেশের ৫ উইকেটে ১৯০ রানের ইনিংস দেখার সাক্ষী থাকতে পারলেন না বাংলাদেশের কোনো দর্শক। আয়ারল্যান্ডও মারমুখি সূচনা করেছিল শুরুতে। কিন্তু স্পিনাররা ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে আসেন। সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর ইলিয়াস সানির (৫/১৩) মায়াবি জালে পা ফেলে একে একে উইকেট হারাতে থাকেন স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১১৯ রানে গুটিয়ে যায় আইরিশদের ইনিংস। মুশফিকরা ম্যাচ জিতে নেন ৭১ রানে। ৩ ম্যাচের সিরিজে ১-০-তে এগিয়ে গেল বাংলাদেশ। টসে জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় স্বাগতিকরা। আশরাফুল আর তামিমে শুরুটা মন্দ হয়নি বাংলাদেশের। ৩৫ রানে আশরাফুল ফিরে গেলে সাকিব এসে ঝড়ো গতিতে রানের চাকা সচল রাখেন। তামিম ফিরে যান ৩১ বলে ৩১ রান করে। ২৯ বলে হাফ সেঞ্চুরি করে সাকিবও ৫৭ রানে আউট হয়ে যান ডাউন দ্য উইকেটে খেলতে এসে। এরপর মাঠে এসেই ঝড় তোলেন জিয়া। শুক্রবার একই মাঠে দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। সুত্রঃ সমকাল

কার্টুনিস্টের চোখে বাংলাদেশের সমসাময়িক রাজনীতি


পর্ণ চরিত্র ধবংসি, মাদক জীবন ধবংসি আর হিন্দি? দেশ-ভাষা আর ঐতিহ্য বিধবংসি। বাংলাদেশে হিন্দি চলবে না


পর্ন আর মাদক নিয়ে অজস্ত্র লেখা, সভা সমিতি হচ্ছে। সেই তুলনায় হিন্দির বিরুদ্ধে আমাদের প্রতিবাদের কন্ঠস্বর এত নীচু কেন? অর্ধনগ্না যুবতি সুন্দরিদের দেহ প্রদর্শনী উপভোগ করে, কল্পনায় কামশাস্র রচনার জন্য? ব্যাক্তিগত বিনোদনের জন্য, একান্ত নিজস্ব গন্ডিতে ভিসিডিতে মানুষ দুই একটা হিন্দি ছবি দেখলেও দেখতে পারে। তাই বলে এমন সর্বজনিনতা? মা বোন তো বাদই দিলাম, শিক্ষিত ঘরের "স্মার্ট" তরুণ তরুণী থেকে শুরু একেবারে গ্রাম পর্যায়ে এই সব বেশ্যাবৃত্তিক কর্মাশিয়াল ছবির রমরমা চাহিদা। শুধু দেখাটাই না। ওদের মত কাপড় পড়াটাও নাকি ফ্যাশন ! এমনকি ওদের মত অশিক্ষিত দেহাতি ভাষায় কথা না বললেও নাকি আধুনিক হওয়া যায় না। উস্টা মারুন এমন ফ্যাশন, এমন আধুনিকতা আর এমন দো আশলা ভাষার মুখে ! ছবির কথা না হয় বাদ দিলাম। হিন্দি সিরিয়াল দেখার জন্য নাকি রমনীকুলের অস্থিরতা উঠে। রসময় গুপ্তের চটির খানিকটা ভদ্রস্থ সংস্করণের চিত্রায়ন দেখে দেখে, অনেকেই সেই কায়দায় জীবনযাপনে অভ্যস্থ হয়ে উঠছে। তাতে আমাদের পরিবারগুলির জন্য কি ভয়ানক পরিণিতি বয়ে আনছে, একবার ভেবে দেখেছেন? দেবর ভাবি- ভাবি নন্দাই-স্বামির বন্ধু-স্ত্রীর বান্ধবি- ইত্যাদি নানা অজাচার সমৃদ্ধ কাহিনীর সাথে সাথে কিভাবে সাজানো গোছানো সংসার তছনছ করে দেয়া যায়, তার পুর্ণাঙ্গ ফন্দি ফিকির, এই সিরিয়ালগুলি দেখানো হয়। এই সব কেস্টলীলা আর অজন্ত ইলোরার গুহাচিত্রের বাস্তব সংস্করণ ভারতের সমাজে সাজলেও, বাংলাদেশের সমাজে চলবে না। চলতে দেয়া যাবে না। কোন স্পর্ধায় আমাদের দেশের চ্যানেলগুলিও তাদের নাটকগুলিতে হিন্দি বোলচাল আর গান কাটপেস্ট করে? আমাদের বাংলা ভাষা কি এতই অপাংত্তেয় আর তুচ্ছ হয়ে গিয়েছে? বাংলাদেশে জন্ম নিয়ে, ব্যাবসা করে কাড়ি কাড়ি আয় করে, সেই দেশেরই অপমান করা? তাও টাকার জন্য? এতই টাকার খায়েস থাকলে, আপন যোগ্যতায় কামাও। তাও না কুলালে ঘরের সম্ভ্রম নিলামে তোলো। তোমাদের টাকা কামানোর ধান্ধায় আমার বাংলা মা-কে বেশ্যা বানাতে দেবো না। এই দুঃসাহস ভেঙ্গে চুরে গুড়িয়ে দিতে হবে। আর যারা এই হিন্দি প্রীতির সমর্থক (বিশ্বায়ন-প্রতিবেশি দেশ-বন্ধু, ইত্যাদি মীর জাফর/রাজাকার মার্কা উদাহারণ দেয়ারা), তাদের নির্মুল করে বাংলাদেশের মাটিকে অপবিত্রতা থেকে রক্ষা করার দ্বায়িত্ব আমাদের সকলের। আর আপনাদের সুবিধার্থে দেশের স্যাটেলাইট চ্যানেলগুলির যোগাযোগের ঠিকানা দিলাম। যাতে বাংলাদেশি চ্যানেলগুলি যেন ১০০ ভাগ হিন্দি বর্জনের মত পদক্ষেপ নেয়। আর কোয়াবের ঠিকানাও দিলাম, যাতে পাঠকরা কঠিন ভাষায় ওদের এই হিন্দি চ্যানেল প্রচার প্রীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেন। অনেক ধন্যবাদ। পুনশ্চ> এই পোস্টে একটি অশ্লিল ছবি সংযুক্ত করা হয়েছে। ইচ্ছা করেই দিয়েছি। যাতে আপনারা বুঝতে পারেন আপনার প্রিয়জনরা কি জঘণ্য ধরণের বিনোদনে অভ্যস্থ হয়ে পড়েছেন। অনেক ধন্যবাদ। এন টিভি BSEC Building (6th Floor) 102, Kazi Nazrul Islam Avenue Karwan Bazar, Dhaka – 1215 Phone: +88 02 9143381 upto 5 বৈশাখি টিভি 32, Mohakhali, Dhaka - 1212 Telephone +880-2-88370881-5, 8837542 (Direct) SOMOY TV. Nasir Trade Center, 89, Bir Uttam C.R Dutta Road, Dhaka - 1205 Telephone +880-2-9670058-65 ATN Bangla 98 Kazi Nazrul islam Avenue Kawran Bazar, Dhaka Telephone +880-2-8189630-33,9139758-60 Channel-I 40 Shohid Tajuddin Ahmed Sarani, Tejgaone I/A, Dhaka - 1208 Telephone +880-2-8891160-65 ETV (Ekushey Television) Jahangir Tower, 10 karwan bazar, Dhaka - 1215 Telephone +880-2-8126535-8 Diganta TV 166, Syed Nazrul Islam Sharani, Al-Razi Complex, Purana Paltan Dhaka - 1000 Telephone +880-2-9558303, 9571709, 9568661, 9570514 Bangladesh Television (BTV & BTV World) Rampura TV center, Dhaka - 1219 Telephone +880-2-9330131-9, 9330036-39 BANGLAVISION Noor Tower, 110, Bir Uttam C R Dutta Road,Dhaka - 1205 Telephone +880-2-8653175-8 My TV 55 Bir Uttam C. R. Dutta Road Mozaffar Tower, (4th, 5th & 6th Floor), Banglamotor, Dhaka - 1000 Telephone +880-2-9665924, 9665925 Desh TV 70, Shaheed Sangbadik Selina Parveen Sarak, Malibagh, Dhaka - 1217 Telephone +880-2-8332958, 8332922 Independent TV 149-150, Tejgaon I/A, Dhaka - 1208 Telephone +880-2-8879000 Mohona TV House # 8, Road # 4, Section # 7, Pallabi, Mirpur, Dhaka - 1216 Telephone +880-2-9011799, 9016596 RTV (National Television Limited) BSEC Bhaban (Level-6), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka - 1205, Telephone +880-2-8159355-59 সবশেষে পালের গোদা (এইটা জোগাড় করতে একটু কস্ট করতে হয়েছে) কেবল অপারেটার্রস এসোশিয়েশন অফ বাংলাদেশ) Cable Operators’ Association of Bangladesh 23, Purana Paltan Lane, Shovo Sadan(3rd Fl.), Dhaka-1000. Tel: 9354774(Off) Fax: 880-2-9338470 Mob: 01711-520260

পাওলিও উদাম, আমরাও উদাম (কিঞ্চিত ১৮+)


বাম থেকে একেবারে ডানে মোড় নেয়া মতির আলুতে দেখলাম বলিউডি উঠতি নায়িকা ঢাকায় এসেছে কোন এক হীরার দোকান উদ্বোধন করতে। প্রায় অজানা অচেনা অখ্যাত ভিনদেশি একটা নায়িকার এদেশে আসা, দোকান উদ্বোধন করা, আর সেটা খবরের বিষয়ও হয়? আমরাও সেই খবর হুমড়ি খেয়ে পড়ি? অবশ্য এ নতুন কি? আমাদের মাননীয় স্বরাস্ট্র প্রতিমন্ত্রি নিজেই যেখানে মাটিতে বসে হলে বলিউডি রমনীদের খ্যামটা নাচ উপভোগ করতে পারেন, সেখানে এ আর এমন কি? এই মহিলা তো শুনি, লংকান ছবিতে পর্ণগ্রাফিক কামকলা প্রদর্শন করে "বিখ্যাত" হয়েছে। আগে যেখানে ভাত পেতো না, এখন সে রীতিমত পোলাও কোরমা খাচ্ছে। উদাম হবার কত দাম দেখুন। প্রথম প্রথম দুবাই এর মতই ক্ষ্যাপে ঢাকায় আসতো ইন্ডিয়ান নায়িকারা। এর পর দেখা গেলো রথ দেখা আর কলা বেচার মত খ্যাপ আর দোকান উদ্বোধনের রেওয়াজ শুরু হলো। আগে দেখতাম দোকান উদ্বোধন করতেন সমাজের বিশিস্টজনেরা। ধর্মীয় অনুষ্ঠানও পালিত হতো। এখন আমাদের এতই উন্নতি(!) হয়েছে যে, আমরা পতিতাদের দিয়ে উদ্বোধন করাচ্ছি। প্রাচীনকালে নাকি পতিতার সমাজের গুরুত্বপুর্ণ কাজে সরাসরি অংশ নিতো। কর্পোরেট নারীস্বাধীনতার খপ্পড়ে পরে বস্রের সাথে সাথে সম্ভ্রমটুকু লোপ পাওয়া নারীদের দেখছি সেই ভুমিকায় অবতীর্ণ। অর্থাৎ এগিয়ে যাবার নামে আমাদের প্রাচীন কালে ফিরিয়ে নেয়ার চেস্টা চলছে। আর সেটা নির্বিঘ্ন করতেই, টাকা দিয়ে বুদ্ধিজীবি, লেখক, সাংবাদিক, সম্পাদক, মানবাধিকার নেতা/নেত্রিকে কিনে ফেলা হয়েছে। যারা দিনমান নারী স্বাধীনতার নামে নারীকে বস্রহীন করে পতিতাবৃত্তির জন্য আহবান করে যাচ্ছে। দুঃখের বিষয় হচ্ছে, আমাদের নারীদের (সাথে অভিবাবকরাও) সেই পথে অবলীলায় ধাবিত হচ্ছে। ফলে ভবিষ্যতে আমরা মা নয়, নস্টা মেয়ের গর্ভজাত অনেক সন্তানের দেখা পাবো। যাদের দিয়ে সমাজে নস্টামিই চলতে পারে, কোন শুভ কাজ নয়। পাওলি নগ্ন হয়েছে কারণ তার দরকার অর্থ যশ খ্যাতি। তার একমাত্র যোগ্যতা সে কাজে লাগিয়েছে। কিন্ত তার নগ্নতাকে পুজি করা খ্যাতি(!) কে কোন লাভের আশায় আমরা পুজি করছি? উত্তর শুনে রাখুন। সেই লাভটা হলো আমাদের মানসিক নগ্নতা। আমরা এতটাই দৈন্য এবং নগ্ন যে, শ্রেফ পর্দায় ল্যাংটা হওয়া মহিলার হাতে উদ্বোধন করা ব্যাবসা প্রতিষ্ঠানটি একবার হলেও দেখতে যাবো। আর দোকানের মালিক কর্মচারিরা সে সুযোগে ব্যাবসা করবে। আশ্চর্য আমাদের মানসিকতা। আমাদের হাজার বছর ধরে লালিত ঐতিহ্যকে আমরা কি দারুন অবহেলায় পায়ে ঠেলে দিয়ে অসভ্যতার দিকে ধাবিত হচ্ছি।

শিশুদের পর্ণগ্রাফিতে আসক্তি, কিশোরদের প্রেমে আর পরিণতের সমাধান প্রচেষ্টা


(সংগ্রহ) ১. গত কয়েকদিন ধরে ফেসবুকে একটা ভিডিও শেয়ার হতে দেখছি। ভিডিওর বিষয় শিশুদের পর্নগ্রাফিতে আসক্তি। রাজধানীতে অষ্টম শ্রেনীতে পড়ুয়া ১০০ জন শিক্ষার্থীর (এদেরকে শিশু বলতে ইচ্ছে করছে না) উপর একটা জড়িপ চালিয়েছে সময় টেলিভিশন, তার রেজাল্টের ভিত্তিতে এই রিপোর্ট। রিপোর্টে দেখা যাচ্ছে, ৮৮ শতাংশ স্কুল পড়ুয়া মোবাইলে পর্ণ ছবি/ভিডিও দেখে, শেয়ার করে। অনেক ক্ষেত্রে এটা স্মার্টনেসের লক্ষন। রিপোর্টারের ভাষ্যমতে, এক শিক্ষার্থী তাকে জানিয়েছে - বাবা মায়ের সামনেই সে এইসব দেখে, কোন সমস্যা হয় না। ......... ২. আমার এ্ইচএসসি পড়ুয়া এক বোন তার ফেসবুক ওয়ালে তার বান্ধবী এবং তার বয়ফ্রেন্ডের ছবি শেয়ার করেছে। ছবিতে সেই কাপল কোন এক ফাস্ট ফুড/রেস্টুরেন্টে বসে নাকে নাক ঘষছে। জানা গেল, এটা তাদের প্রি-কিস পর্বের ছবি। তুলেছে আমার সেই বোন। ........... ৩. সাবিয়া সুলতানা নামের কিশোরী একটা মেয়ে আত্মহত্যা করেছে। কেন? তার প্রেমিক তাদের ঘনিষ্ট সময়ের ছবি তুলে ছড়িয়ে দিয়েছে, কোন এক সাংবাদিক সেই সূত্র ধরে তার সাক্ষাতকার নিতে গিয়ে ছবি পত্রিকায় প্রকাশের হুমকী দিয়েছে, কিশোরী মেয়েটি এই অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। এখন কে দোষী এই নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। .............. ৪. এই তিনটি ঘটনার মধ্যে নিশ্চয়ই একটা সম্পর্ক আছে, তবে একটির কারণে আরেকটি ঘটেছে - এমনটি নয়। ঘটনাগুলো বিচ্ছিন্ন, কিন্তু সামগ্রিকভাবে একটি চিত্র তুলে ধরছে - আমাদের ভবিষ্যত প্রজন্মের মধ্যে অনেক পরিবর্তন ঘটে গেছে। এরা যৌনতাকে হাতের মুঠোয় নিয়ে গেছে মোবাইলের কল্যানে, প্রেম তাদের অন্যতম চাহিদা, শারীরিক সম্পর্ক নিয়ে তাদের ছ্যুৎমার্গ নেই এবং অত্যন্ত গুরুত্বপূর্ন, গোপনীয়তাকে তারা বিদায় করে দিচ্ছে। সুশীল এবং প্রগতিশীল-দের কাছে হয়তো এই সকল ঘটনাবলীর মধ্যে মোবাইলে ছবি তুলে ছড়িয়ে দেয়ার মত গুরুতর অপরাধ আর কোনটিই নয়, কোন কোন ক্ষেত্রে অপরাধও নয়। কিন্তু ধর্ম বা বাঙ্গালী সমাজ ব্যবস্থাকে আকড়ে ধরে রাখার মত পশ্চাৎপদ মানুষের কাছে এই প্রত্যেকটি ঘটনাই গুরুত্বপূর্ণ, অপরাধ এবং এর কোনটিই কাম্য নয়। প্রত্যেকটি ঘটনারই সমাধান প্রয়োজন, এবং পশ্চাতপদ মানুষের বৈশিষ্ট্যানুসারে এরা ঘুরে ফিরে তাদের ধর্ম এবং পুরানো সংস্কৃতির কাছে পৌছে যায়, সেখানেই সমাধান খুজে পায়। এই বিশ্বাস বলে, শিক্ষার্থীদের হাত থেকে প্রযুক্তি তুলে নেয়া বা বাবা-মাকে সর্বদা সচেতন হওয়াই এই সমস্যার সমাধান নয়। বরং শিক্ষার্থী সহ সকল বয়সের মানুষের মনের মধ্যে একটা পরিশোধন যন্ত্র বসাতে পারাই সাফল্য, যার মাধ্যমে কোনটা ভালো কোনটা খারাপ তা সঠিকভাবে চিহ্নিত করা সম্ভব এবং যা মানসিক প্রবৃত্তিকে নিয়ন্ত্রন করবে। এই বিশ্বাস আরও বলে, সমস্যার পেটে বা আগায় আঘাত করলে সমাধান আসে না, বরং গোড়া থেকে উৎপাটন প্রয়োজন। এ কারণেই, মোবাইল ডিভাইস কেড়ে না নিয়ে অথবা সর্বক্ষন চোখে চোখে না রেখে অন্যের মধ্যে সেই শিক্ষা প্রবেশ করাতে সচেষ্ট হয় যা মোবাইলে পর্ণগ্রাফিতে আসক্ত হওয়াকেই শুধু পাপ হিসেবে চিহ্নিত করে না, বরং অপরিণত বয়সে নারী-পুরুষের প্রেমময় সম্পর্ককেও পরিত্যাজ্য বলে ঘোষনা করে। প্রবৃত্তির অনুসারী না হয়ে প্রবৃত্তিকে তার অনুসারী করে নেয়ার চেষ্টাও এর মধ্যে অন্তর্ভূক্ত। ....... সুতরাং সমস্যাটা শুধু অল্পবয়স্ক শিক্ষার্থীদেরই নয়, সমস্যা সর্বস্তরে। শিক্ষার্থীরা যখাযখ শিক্ষার অভাবেই সমস্যাগ্রস্থ হয়, আর তাদের অভিভাবকরাও শিক্ষার অভাবেই তাদের সন্তানদের সমাধানের রাস্তা খোজেন ভিন্ন কোন রাস্তায়। পশ্চিমা সংস্কৃতির বিভিন্ন উপাদানকে সমর্থন জানিয়ে তারই উপজাত সমস্যাকে বিতারনের চেষ্টা করে লাভ নেই। সচেতনতার এই-ই সময়। অন্যথায়, আমেরিকান পাই বাংলাদেশে বাস্তবায়িত হওয়া সময়ের ব্যাপার মাত্র। ............ ৫. "আর তোমরা ব্যভিচারের কাছেও যেও না। নিশ্চয় এটা অশ্লীল ও মন্দ পথ।" সূরা বণী ইসরাঈল (মক্কায় অবতীর্ণ): (১৭ : ৩২) http://www.somewhereinblog.net/blog/Darashiko_47/29605602