ব্রেকিং নিউজঃ আইরিশদের গুঁড়িয়ে ম্যাচ জিতল বাংলাদেশ


পাঁচটা ছক্কা। ১৭ বলে ৪০ রানে অপরাজিত জিয়াউর রহমান জিয়া। আফসোস একটাই, বেলফাস্টের সিভিল সার্ভিস ক্লাব মাঠের বাইরে থাকা কেউই বাংলাদেশি হার্ডহিটার জিয়াউর জিয়ার এ স্মরণীয় অভিষেক ম্যাচটি দেখতে পেলেন না। কেননা, শেষ মুহূর্তে তোড়জোর আর বিসিবির অনুরোধে এ সিরিজটি আয়োজন করতে গিয়ে আয়ারল্যান্ড বোর্ড মাঠে টেলিভিশন ক্যামেরা বসাতে পারেনি। তাই জিয়ার ৪০,
সাকিবের ৩৩ বলে ৫৭ রান কিংবা বাংলাদেশের ৫ উইকেটে ১৯০ রানের ইনিংস দেখার সাক্ষী থাকতে পারলেন না বাংলাদেশের কোনো দর্শক। আয়ারল্যান্ডও মারমুখি সূচনা করেছিল শুরুতে। কিন্তু স্পিনাররা ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে আসেন। সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর ইলিয়াস সানির (৫/১৩) মায়াবি জালে পা ফেলে একে একে উইকেট হারাতে থাকেন স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১১৯ রানে গুটিয়ে যায় আইরিশদের ইনিংস। মুশফিকরা ম্যাচ জিতে নেন ৭১ রানে। ৩ ম্যাচের সিরিজে ১-০-তে এগিয়ে গেল বাংলাদেশ। টসে জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় স্বাগতিকরা। আশরাফুল আর তামিমে শুরুটা মন্দ হয়নি বাংলাদেশের। ৩৫ রানে আশরাফুল ফিরে গেলে সাকিব এসে ঝড়ো গতিতে রানের চাকা সচল রাখেন। তামিম ফিরে যান ৩১ বলে ৩১ রান করে। ২৯ বলে হাফ সেঞ্চুরি করে সাকিবও ৫৭ রানে আউট হয়ে যান ডাউন দ্য উইকেটে খেলতে এসে। এরপর মাঠে এসেই ঝড় তোলেন জিয়া। শুক্রবার একই মাঠে দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। সুত্রঃ সমকাল
Next Post Previous Post

You may also like